পথের ঘর


পথের দিশা পথেই মেলে
ঘর কি কয় তারে?


নিঃস্ব পথিক বন্ধু খোঁজে
নির্বাসনের গহীণ সাঁঝে।
সন্ধ্যা তখন দিন হারিয়ে,
বাজনা বাজায় হৃদয় মাঝে।


নিয়ম আর জ্ঞানের মাঝে
যে প্রেম করে আত্মসমর্পণ,
সে প্রেমের বাধঁ ভাঙ্গে না কভূ
বিশ্বসমাজ ভূবন!


আপনার ঘর আপন করতে
খুঁজে বেড়ায় যারে,
প্রহর শেষের গাঁথা সুরে
অনিশ্চয়তা বাঁধেই তারে।


যদি পথের দেখা নাইবা মিলে,
তবু কেনো পথ কয় কথা?
যদি না মেলে জীবনের সাধ,
তবে যে আশা দেখাই বৃথা?