আলো বা অন্ধকারের চেনা পথে প্রান্তরে,
সূর্যোদয়ে বা সূর্যাস্তের অন্য প্রজন্মান্তরে,
যুগ যুগান্তরের ক্লান্ত সে তৃষিত অন্তরে,
বেদনার আর্তনাদ পৌছেনি কোনো কর্ণকূহরে,
ভেসে গেছে কল্লোলিত নদী বা সাগরে।


নবরুপে জাগুক সে নিস্কলুষ প্রেম!
ঊষার আলোয় রাঙা প্রেমের আবেশ,
রাতের আধাঁরের দুঃখ হবে নিঃশেষ।
কাটবে ভবিষ্যতের তরে প্রত্যাশার প্রতীক্ষা,
ফুলের মধু আহরনে প্রজাপতির আকাঙ্খা।