এক সমাজ থেকে অন্য সমাজ
মানিয়ে নেয়ার যে পরিবর্তন,
সহজ নয়গো চরণচিহ্ন অনুকরণ;
সর্বদা সয় না গ্লোবাল আবর্তন।


আজকাল অনেক ক্ষেত্রেঃ
বিনা আবেদনে উপদেশের ঋণে,
জর্জরিত হয়ে ভাবি;
কিছু উপদেশের ঋণ শুধি।
কিছু সমালোচনারও আছে ঋণ,
যা জ্বালা ধরায় অশান্ত মনের গহীণ।


ঋন কি শুধু টাকার হয়?
নাকি তাতে সুখ-দুখের হয় বিনিময়?
সরি বলে বা না বলে, যায় কি ক্ষমা পাওয়া!


অনেক পুরেই হয়েছি খাঁটি যন্ত্র
বরণ করেছি দীর্ঘ পরিবর্তণের
কঠিন বাস্তব গ্লোবাল মন্ত্র।।