উদাসী এক দুঃখের তরীতে ভেসে
সুখেরে খুঁজি আপনায় কেঁদে হেসে


মনেরও তৃষিত আকাশে চকোর খোঁজে সে কান্নার জল
বৃষ্টির কাছ থেকে কাদঁতে শিখে ভাসে যে চোখের কাজল
অগ্নিগিরি থেকে জ্বলতে শেখা মনের আগুন
কালের পরিক্রমায় বয় শাওন আগুন ফাগুন
বেলা শেষে বিষন্ন রাতে সহসা ব্যাথার মালা
আপনারই গলে রচে যেন বিলীন কারবালা!


দুঃসময় কাটেনা যেন আমৃত্যু হাহাকার
ব্যথাতুর জীবন যদি না হতো নিরাকার
আকাশে তারার বাসরে জীবনবেলার শেষপ্রান্তে
কি করেছো একবার হলেও তুমি যদি ভাবতে..
না চেয়েও হয়েছো কারো মনেরও অনল
হযেছো এক জীবনের নয়নেরও জল।।


যদি করতে পারো অনুধাবন
তবেই হবে তোমার শাপমোচন।।