শরতের শুভ্রতায়


জেগে ওঠা চড়ে কাশবনে সাদা ফুল ফোটে,
দখিনা বাতাস দুলে শরতের শুভ্রতা লুটে।


ডিঙ্গা বায়, মন জুড়ায় সাদা স্নিগ্ধ মেঘ দেখে,
সাদা বক আর হাঁসগুলো নিত্য ভাসে লেকে।
পানকৌড়ি আর বালিহাঁস ডুব দিয়ে ছোট মাছ ধরে
কচুরী পানায় দাড়ানো বকটি যেন একা বোধ করে।


জীবন পাতার শুভ্র বৈধব্য ভাসে সাঝ বেলার ভাবনায়
যেন প্রেমহীন পৃথিবীর সকল অবহেলা ভাসে কচুরীপানায়।