শূণ্যতার ক্রোধ


বদলায় প্রেম....
বদলায় শূণ্যতা...
স্ফুলিঙ্গে ভাসে জড়তা।


খোলা হৃদয়ে
অনিন্দ প্রেম ভাসে,
বিলুপ্ত মিঠা পানির কুমির যেনো,
জেগে ওঠে কোনো আক্রোশে!


তুমি একে কেমন প্রেম বলবে?
যে প্রেমে রয় শূণ্যতার ক্রোধ!
এক জনমে জমে বহু জনমের  
না পাওয়া বেদনা বোধ!


মেঘ হারিয়ে গেলে
হারায় জীবনের লেনদেন
জীবনানন্দ খোঁজেনা দুদন্ড শান্তি,
দূর্দিনে উড়ে ধুলো আর ছাই
রোম,বেবিলন না থাকলেও
হৃদয় তো হৃদয়কেই চায়!