সমান্তরাল আবেগ


মেঘের আড়ালে পূর্ণিমা
ঢাকতে পারেনা অমাবস্যা,
আকাশে সূর্যের অপেক্ষা
কাটবে সময়ের প্রতীক্ষা।


উত্তপ্ত পোড়া হৃদয়ে
ঝংকারে দহন সুর
একাকীত্বের স্তব্ধ নিরবতায়
যেন একমুঠো রোদ্দুর!


আবেগ আর বিবেক রয় সমান্তরালে
কভূ মেলে কি হৃদয়ের অন্তরালে?
প্রেমের বেগে চাই দুটোই সম্পূরক
বহমান রেল হোক না প্রেসক্রিপশন!


তবুও তো ফোটে ফুল
পাখী গায় গান,
জীবন পাতায় ঘটে
অপেক্ষার অবসান।।