কখনও সময় পিছিয়ে আগের মতন আসেনা,
রোজ একই ভুলে জীবন মুচকী হাসে না ।
চলতে হয় বাঁচিয়ে জীবনের নানান জাল,
বাস্তব সময়ের সাথে মিলিয়ে সে তাল।


আয়নায় নিজেকে করো বিবেচনা পথভ্রষ্টতার,
অযথা জীবনে কস্ট বও, নয়কি সময় নস্ট তার?
নিজের জীবন কে বৃথা কখনও ভেবোনা,
সততায় থেকো যেটুকু সময় হয় পাওনা।


অসময়ে যদি আসে ঝড়-ঝঞ্ঝা মৃত্যু-ধর্ম
উপায় কি না মেনে সে বহমান কৃতকর্ম!
যা কিছু কঠিন ভালবাসো ভেবে তা সত্য,
ঠকবে না জীবনে,পাবে প্রতিদান জন্ম-প্রজন্ম।।