সময়ের সৌরভ


আজকাল ডিজিটাল ফেসবুকের জমানায়
আনন্দে মাতি নানান ছবি পোস্ট করায়
কেউ দেখে বযসের ভারে, কেউ ধর্মীয় গাম্ভীর্যতায়
আবার অনেকে বিরক্ত,ভাবে এ কি ছবিয়াসক্ত!!


জীবন বোধ যখন যার যার দৃষ্টিভঙ্গীতে,
সেখানে আমি করি না শখ স্বাধীনতা হানিতে;
জানি আজ জীবন থেকে অর্জিত অভিজ্ঞতায়
কোনটা নিজেকে লুকানো আর সাহসী প্রকাশ।


একদা হয়তো রবে না এ আপেক্ষিক বহিঃপ্রকাশ,
থাকবে কোনো ফুল পাখীর প্রোফাইল পিকচার!
আজকের দিন ক্ষন কাল হবে ইতিহাস,
কেন তবে রোধো মোর ক্ষনিকের সহবাস?


দিন যায়, থাকে কথা, ছবির আর্কাইভ
সময়কে ধরে রাখা নহে সার্ভাইভ!
তবুও মানুষ বহে হৃদয়ের গৌরব
করে প্রেম সে যে ভুলে যায় সৌরভ।