স্বপ্নের হেমন্ত


পৃথিবীতে সবাই একা,
মাঝে, চকিতে ক্ষনিকের দেখা
হৃদয় হৃদয়ে রাখে, রেখা;
শেষ বেলায় তা শুধুই ফিরে দেখা।


সময় কখনও কখনও
হয় ঘোর আঁধার;
আলো খুঁজতে খুঁজতে
মানুষ বুক পাতে নদীর মতন..
সে বুকের তরঙ্গে স্বপ্নরা ভাসে
আর জীবন যেনো মুচকী হাসে!


আবার সময় কখনও কখনও
অত্যাধিক আলোক সজ্জ্বায়
বিমোহিত স্বপ্ন ভেঙ্গে যায়;
বার বার স্বপ্নাহত মন
যখন আতঙ্কিত;
ঠিক তখন,
আলো-আধাঁরে নিমজ্জিত
স্বপ্ন হারায় দূরে বহুদূরে..


মন কাদঁলেও
সেই বর্ষা, শরৎ...
কোনো ফসল তোলার
হেমন্ত খুঁজে পায়না।