স্বপ্নদ্রষ্টা


বিবাগী ঘুম এপাশ ওপাশ পার,
জমায় পাহাড় হাজার অভিমান।
ছড়ায় দাবানল মনের আগুন,
নির্ঘুম কাটে মাঘের ফাগুন।


নিদ্রা বা অনিদ্রায় স্বপ্নভঙ্গের পরে,
বাস্তব এলে মনে প্রশ্ন জাগে
স্বপ্নদ্রষ্টার তরে;


যে পারে তাড়াতে মোর সকল বাসনা,
তবে কেনো জাগালো অসীম কামনা?


আমি তারে পারিনা স্বপ্নেও হারাতে
সেও পারেনা তাই বাস্তব এড়াতে।