যেন আজ সমাহার বর্ষা, বসন্ত আর শীত
সাহসী কোন মেঘ গাইছে বসন্তের গীত
নবাগত বলে বসন্ত নিশ্চুপ আর শীত আসে ফিরে ফিরে
বর্ষায় ধুয়ে যায় কোকিলের কলরব
হীরের দ্যুতির শিলাবৃষ্টিতে হাজারো পাখীর বিনাশ
যেন পরিবেশ বান্ধবতার ভয়াবহতায় প্রকৃতি শংকর ঋতুতে পর্যবেশিত


সূর্যকে ভয় দেখিয়ে মেঘ ঢেকেছে
রৌদ্রছায়ার লুকোচুরির খেলায় মেঘেরই জয়
ফাগুনের আবির মাখা বসন্তকে
বৃষ্টি নুপুর পরে বর্ষা এসে কয়, নতুন পথে চলতে হবে, ভাঙ্গিয়ে দেব ভয়।
ভূলোক দুলোক গোলক ভেদে তবু সদ্য বসন্তকেই সবাই খুজেঁ
উড়ু উড়ু মনে শুধুই বসন্তের রঙ্গীন প্রজাপতির সম্বর্ধনা
তরুছায়াবীথি তলে যদি আসে বাদল ধারা
নীপবনে করোনা স্নান তবধারা এ বসন্তের জলে
হে শিলাবৃষ্টি, আমাদের প্রিয় পাখীদের করোনা অনাসৃষ্টি
অকালের কদম কেয়া কামিনীর নির্যাস যেন পলাশ কৃষ্নচূড়াকে হারিয়ে না দেয়
সাদা ফুল রাতেই থাক, লাল ফুল দিনে বেশ
পরিবেশ রক্ষায় ষড়ঋতুর সোনার বাংলার
রূপের যেন হয়না শেষ!