সুদূর আহবান


ছেলেটা প্রথম দূরে গেলেও
বুঝেওনি বিন্দুমাত্র;
সহসা বুঝবেও না
নানান রঙ্গীন মোহাবিষ্ট ক্ষেত্র।


নতুনের আগমনী আহবানে
নাহয় করুক অবগাহন।
ভালো থাকুক যেখানেই থাকে
কলিজার টুকরা রতন!


চিরল চিরল বিরল
সরল বিহবল মন;
তরল গরল যবর
দখল যখন তখন।


এ নয়তো অদম্য
কোনো চর দখলের খেলা,
সময়ের প্রয়োজনকে
কেমনে করি অবহেলা?


চাই ধৈর্যে মেনে নিতে
সকল সময় অসময়;
অসীম পানের ছুটে চলায়
একদা হবে নিঃশেষ ভয়।।