ছেলেবেলায় ঝুমুর তালে নেচে নুপুর ঘুঙ্গুর
আজো বুঝি তাল লয় ছন্দ সুর -অসুর
মনে পরে তা তা থৈ থৈ সেসব নিক্কন
অপরাজিতার অনিন্দ্য রিনিঝিনি কঙ্কন!


যদিও দুযুগে থমকেছে কলরব কলতান
তবুও তৃষ্ণার্ত হৃদয় বাজনায় নাচে মমচিত্ত
হাসি কান্না হীরা পান্নার তমসাচ্ছন্ন ভুল বৃত্ত


চাইনি বিনিদ্র অমানিশার এ আবর্তন
স্তব্ধ দুপুরে মেঘ বৃষ্টির রুপকের প্রবর্তন,
যখন তুমি আসবে, ভালোবাসবে আবার
কালবৈশাখী বা খরস্রোতা নদীতে দূর্বার,
তখন আবার হবে প্রেমের বিবর্তন
ভালোবাসায় রবে না কোনো সংকীর্তন।


ত্রিপুস্কর বেদনার মৃদঙ্গ করি অংকন
শান্তিতে চাই অশৌচ বান্ধবের ভাঙন।।