উৎসব গাথাঁ


লিখতে গিয়েও হাত থমকে যায়,
যেন কোন অশুভ শক্তি কব্জি চেপে ধরে,
আঙ্গুল কেপেঁ মুছে ফেলতে চায়
মানুষের ইতিহাস,
তখন থমকে যায় সহস্র বছরের
বিজয়ের জয়গান।


তবে ইতিহাস বলে
যতবার দূর্যোগ এসেছে
মানুষ তার নিজস্ব জ্ঞান,
প্রজ্ঞা ও সাহসে করেছে মোকাবিলা
মানুষই পারে অন্ধকার
ধ্বংসস্তুপ থেকে উঠে দাড়িয়ে
আলোর পথে হাটঁতে।


এখন বেচেঁ থাকাই হলো
একমাত্র উৎসব।