ভবের মেঘদূত


মেঘ আকাশে উড়তে জানে
কে মাটিতে নামায়
কোনো শূণ্যতা শূন্য করতে
পারবে না তোমায়।


কারো শূণ্যতা শূণ্য করা
সহজ কভূ নয়,
বন্ধুর পথে চলতে কজন
বলো যোগ্য হয়!


কোনো পথই সরল নয়
যদিও বাঁক ঠিকই রয়,
চাঁদ সূর্যেও গ্রহন আসে
রাহুমুক্ত তবু হয়।


রঙধনু রং স্বকীয়তায়
হাসতে রবে যবে,
কাটবে তথা ঝরা অশ্রু
এ ছন্দহীণ ভবে।।