যথেচ্ছত্র

জানো তো, কেউই পাবে না
এ জীবনের অমরত্ব ;
তবুও বাচাঁর তরে
সবাই লুকায় যত্র তত্র।


শুনতে পাও  না?
হৃদয় আবারও বলে,
বড়ো প্রেম শুধু কাছেই টানেনা
দুরেও ঠেলিয়া দেয়!!


তুমি জানো কি,
কতটা ব্যথা বুকে চাপলে
বাজে ধৈর্যের কলতান?
কতটা আধাঁরের হাহাকারে
প্রাণ ডুবে হয় মৃয়মাণ?


নগর যেন শিকল পড়ে
থমকেছে প্রাণের উৎসব,
মন্দির মসজিদ এমনকি
শূন্য পড়ে থাকা পবিত্র ঘর;
লাশের মিছিলেও নিষিদ্ধ কবর!


বাজে মৃত্যুর সিম্ফনী
কিন্তু এগোয় না স্বজনী।
প্রতি মিনিটে নাকি ভূধরে
মৃত্যু হয় চার জনের?


কখন কার যে আসবে পালা..
সাবধানতায় করো পথ চলা।