জানো-
আমার বড় সাধ হয়
বেড়িয়ে পড়ি তোমায় নিয়ে
ক্লান্তিহীন এক যাত্রায়
হারিয়ে যাই- তোমায় নিয়ে হারাই
হারিয়ে যাওয়ার ঠিকানায়
হাতে-হাত, কাঁধে-কাঁধ
হাঁটি আমরা দু'জন
সাহারা মরু'র বিস্তীর্ন প্রান্তর পেরিয়ে
কাশ্মির থেকে কন্যাকুমারী
মুঠোয় মুঠোয় জোছনা ধরি
অথৈ পূর্নিমা রাতে।


জানো-
আমার বড় সাধ হয়,
জোছনার আলোয় নাইয়ে তোমায়
আঁখির তৃষ্ণা মেটাই
রামধনু হতে সাত রং ছেনে
রাঙাই তোমায় পরম যতনে।
রক্তলাল অধর দু'টো
করি আরো লাল রক্তজবা ছেনে
সাথে দিয়ে চন্দন-জাফরান
সুগন্ধ যত হাস্নাহেনার
আছে অফুরান।
হারাই অতঃপর-
হারিয়ে যাই আমরা দু'জন
দু'জন দু'জনাতে আহা
মিঠে কষ্টের জলজ অনুরাগে।


জানো-
আমার বড় সাধ হয়,
বড় সাধ হয় আমার জানো!
যখন তারকারাজি করে হুঁটোপুটি
ওই অধরা আকাশে
আমি জলভরা চোখে তাঁকাই সেদিক
যদি একটিবার-
মাত্র একটিবার আহারে-
কোটি নক্ষত্রের ভিড়ে
দেখতে পাই তোমায়!
শুধু দীর্ঘনিঃশ্বাস,হাহাকার আর যন্ত্রনা
পাঁজরে পাঁজরে।


জানো,
আমার বড় সাধ হয়,
আজও বড় সাধ হয় আমার।


© নীল প্রলয় নিপু