শোন, তোকে কাঁদতে দেখলে
আমার বড্ড কষ্ট হয় জানিস!
ইচ্ছে করে বকে দিই মেঘেদের
যেন বৃষ্টি হয়ে না ঝরে
তোর চোখের উপর না ঝরে
তুই বৃষ্টির সাথে মিতালী করেছিস
শুনেছি আমি তুই না বললেও
তুই কি ভাবিস আমায়?
শোন, আমি ভালবাসতে জানি
ভালবাসতে জানি পাগলের মত
পারি অসহ্য ভাল লাগায় ভরিয়ে দিতে
পারি তোকে ভাসিয়ে নিতে
সুখ সুখ কষ্টের মিঠে ভাল লাগায়-
তোর প্রতিটিক্ষণ! প্রমাণ চাস?
কিন্তু আমি প্রমাণ দেবো না
যদি তুইও পারিস অমন করে
যদি সত্যিই তুই পারিস তবে-
তুই বুঝে নিস যখন সাঁতার কাঁটবি
মিঠে কষ্টের ভাল লাগায়
যখন তুই সাঁতার কাঁটবি বুঁদ হয়ে!