আজ আষাঢ়ী মধ্যাহ্ন বেলায়; দেখি-
মেঘ চঞ্চল আকাশেতে বলিতে কিছু আমায়
ঘনঘোর আঁধারে নীলা'কাশ কৃষ্ণ
ধরনীতল যত সকল ভীত থরথর
হইতে নদী-নদ বৃক্ষরাজী অরন্য।
বজ্রের নিনাদ আহা গগণ জুড়িয়া
বায়ু বহে দুরন্ত ঘুরিয়া ফিরিয়া
টুপ-টাপ কলরোল রিম-ঝিম ছন্দ
আকূল করে তনু-মন আহা কি আনন্দ।


রিমঝিম কিন্নর আনন্দ মাঝে দেখি
সেই স্মৃতি যত দুঃখ-সুখের আসিয়া
হাত দু'খানি বাড়ায় আমার পরে
চোখের পাতায় বৃষ্টি ঝরে যেন কাঁদিয়া।


ঝরিতেছে বরিষন নিরন্তর কিন্নর ছন্দ
কি যেন কহিতে চাহে বুঝিনা ভাল-মন্দ
মিতালী করিয়া আমার চোখের পাতায়
বৃষ্টি সঙ্গী অশ্রুজল হয় একাকার গিয়ে হেথায়
যন্ত্রনাতে বুকের গহীনে যাইতেছে ভাসিয়া
লক্ষ কুঠুরির কোটি রন্ধ্র হইতেছে বন্ধ
আমি দেখি তাহাই সজলও চাহিয়া।