সন্ধ্যা হব হব করছিল; চুপি-চুপি
কিছুটা বোধহয় ছুঁয়েও ছিল-
সন্ধ্যের না-হই না-হই আঁধার!
সেদিন; যেদিন কথা ছিল।
পশ্চিমা'কাশ দেয় হাতছানি
বিস্মিত আমি তাকাই সেদিক
টকটকে লাল আভায় লজ্জার ছটা
আকাশের কি বুক ভেঙ্গেছে?
আমি প্রশ্ন করি; আপনাকেই।
অপেক্ষার প্রহরে তাকাই আমি
কাজল দিঘীর কাজলা জলে
নিজের ছায়া বেড়াই খুঁজে
হঠাৎই; অবাক চোখে একি দেখি!
টানা ভ্রু'র নিচে একজোড়া চোখ
সে, কি যে মায়া কাড়া আহারে!
চোখ তো নয় আহা,
যেন কাজল দিঘীটাই আছে জমে!
কি গভীর, কি শান্ত, কি যে মায়া
'এই, কি দেখছ বলতো'?
আলতো ছোঁয়া দোলায় হিয়া
মুগ্ধতা আমায় জড়িয়ে ধরে
ধরনীর যত কোমলতা আর স্নিগ্ধতা
অনুভবে অনুভূত বুকটা জুড়ে।
'তোমাকে দেখছিলাম জলের পরে-
আমার তোমাকে'।


© নীল প্রলয় নিপু