পৌষে'র এমনই এক লগ্ন শেষে;
আমি তার হাত ধরেছিলাম।
এমনই এক হিম হিম দিবা শেষের রজনীতে
সে এসেছিল আমায় বিশ্বাস করে;
সাথে এনেছিল এক কুমারী'র আজন্ম লালিত
কত শত সুবর্ণ স্বপ্নে'র লহর।
ভালবাসা ছিল নিখাঁদ; অঢেল
নিঃশ্বাসে নিঃশ্বাসে ছিল তার অপূর্ব উপস্থিতি
আমি অনুভব করেছি অনুভূতি দিয়ে।
পেলব কন্ঠে বলেছি, ভালবাসি সোনার কন্যা;
তোকে আমি ভালবাসি।
সেই অনুভূতি আজও সতেজ; অনুভবে
যেমন সতেজ সেদিনের সেই পদ্মিনী ও।
পৌষ গিয়ে চৈত্রে'র চাবুকে রক্তাক্ত আমি
আজ কেন যেন নিজেকেই জিজ্ঞাসি-
আমার কাব্যে তাকে সত্যিই বাঁধতে পেরেছি;
নাকি পারিনি?
আমি উত্তর খুঁজে ফিরি; ফের সেই পৌষে!