বড় আদরে আর মায়ায়
কারো হাতের বুননে জন্ম আমার
জন্মপরই জুড়ে গেছি
জুড়ে গেছি অবিরাম জ্বলতে
জ্বলে গিয়ে আলো দিতে
শুনেছি আঁধার তাড়াতে এভাবেই জ্বলতে হবে
আমাকে।
কিন্তু- আমার বড় সাধ হয়
সাধ হয় জিজ্ঞাসিতে আলোকিত ওদের
মাঝে- মাঝে।
আলোয় আলোয় ভরা রাতের শেষে যখন
অবশিষ্ঠ ছাইটুকু বাতাস উড়িয়ে নেয়
তখন একবারের তরে কি মনে কর তোমরা-
সারাটি রাত কেউ একজন জ্বলেছিল?