আমি তার বিশ্বস্ত ক্রীতদাস
কোন এক ফাল্গুনে ঝরা ফুলের বিনিময়ে
হৃদয় কিনে নিয়েছিল বলে
আজও তার পাথর -স্মৃতি
সঙ্গোপনে বয়ে চলি বুকের তলদেশে
ছিনতাই হওয়া দূরে থাক
ধূলো বালিও পড়তে দেইনা তাতে কোনকিছুতেই।