ছায়া বরাবরই বিলাসিতার পরিচয়
তাই খেটে খাওয়া মানুষ ছায়া নয় ফল চায়
ঘরের পাশে বট নয়
দু’ চারটে ফলন্ত গাছ লাগায় ।।

আজ মানুষ হাসুক বা না হাসুক
পাথর কিন্তু ঠিক হাসছে
কারণ মানুষ আজ মানুষকে নয়, পাথরকে নিয়ে
পাথরের কাছে মাথা ঠেকিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে ।।



শরীরী উপপাদ্য মেনে
সরল বা বক্ররেখায় মিলিত হয় মন
পণ্যের বাজারে আজ অস্তিত্বহীন হৃদয়ের চেয়ে
শরীরের বেশী প্রয়োজন।।



সূর্যের আলো ঋজু পথগামী
আর শিক্ষার আলো বক্র পথগামী
তাই প্রাথমিক শিক্ষার আলো ঘরে তুলতে
পদে পদে হোঁচট খাই তুমি আমি।।