সাদা মেঘে ঢাকা নীল আকাশের মাঝে ,
লাল সূর্য উঠলো দিগন্তরেখার কাছে ;
অন্ধকার দূর করে
লক্ষ মশাল হাতে ধরে
রবি মামা উঠলো জেগে , ঘুম সরিয়ে নিজের কাজে
পৃথিবীটা রঙিন হলো , নতুন রঙে নতুন সাজে ||


সবুজ চাদর গায়ে দিয়ে রঙিন হলো গাছগুলো সব
পাখির পালক রঙিন হলো , ওই শুরু হলো তার কলরব ;
অন্ধকার ঘুচে গেলো ,
কালো সব মুছে গেলো
জীবকুল সব উঠলো জেগে নতুন প্রভাতের আওয়াজে
খারাপটুকু ধুয়ে গেলো ,শুভ জীবনের ডঙ্কা বাজে ||


রোজ প্রভাতে রঙিনের মাঝে তবু কিছু কালো থেকে যায়
অন্ধকার ঘুছে গেছে কালো তবু মুছে নাই ,মুছে নাই ;
রাস্তার ধারে ফুটপাথে,
বাতি ধরে দুই হাতে ,
ছেঁড়া চাদর গায়ে দিয়ে,
লজ্জাটুকু ঢেকে নিয়ে ,
শীতকাল বা গ্রীষ্মকাল ভিখারিটি বসে আছে ,
অন্ধকার ঘুচে যায়,কালো তবু মোছে না যে ||