ভাঙা মনের যতকথা / নিরঞ্জন রায় (বাংলাদেশ)


ভাঙে ঘর ভাঙে মুকুর ঘুণেধরে পালঙ্কে  
কঙ্কাল মন দাঁড়িয়ে বন, মুখে ধরে মুখোশ  পেলবতা।


একটাই জীবন তবুও থাকে কত অধ্যায় তার
অন্ধকার জানে সব, কলবর তোলে না।  


কে কার খোঁজ রাখে, কে জানে কে  প্রিয়জন
ভাঙা হাঁড়ি কেঁদে মরে, চাঁদের হাটে মহা  ভোজের আয়োজন।


আলোর খেলা আলোর মেলা দিনরাত বলে  যায়  
সোনা ব্যাঙ ঘুমকাতর প্রিয় বর্ষা আজও  ডাকে না তার


ভাঙা মন ভাঙা বন বুনোপাখি রাস্তায়
নদীবুক জাগরূক সব ছবি এঁকে যায়।


মন ভাঙা মসজিদ ভাঙা তবুও সেতো এক না
অন্ধকার ঠিক জানে কার যে সে কোন ঠিকানা।