বিলাসী স্বপ্নের রান্নাবান্না / নিরঞ্জন রায়


@আগামী জনমের জন্য অগ্রিম বুকিং দিয়ে রাখলাম,
তোমাকেই আমার চাই।
কক্সবাজার সৈকতে হাওয়ায় ওড়বো হাতে হাত ধরে ,    
সমুদ্রস্নানে যাবো, একই নৌকোয় উঠে দুলবো, রাজি তো?


#একদম না।


@মন্দ ভাগ্য আমার। এ জনমে শুধু দেখা হলো দূরের চাঁদ, কথা হলো না।  


#এই তো কথা হচ্ছে। মেসেঞ্জারে সবুজ বাতির আলোয়।


@কথা দিচ্ছি আগামী জনমে খুব সুদর্শন যুবক হবো, লম্বায় ছ' ফুট দু' ইঞ্চি---
ঋতিক রোশন বা সালমান খানকে ছাড়িয়ে যাবো।
আমাকে তুমি ডাকবে সুদর্শন। আগে পিছে কিছু রাখছি না, পাছে আবার জাত পরিচয়ে ঠেকে যাই! আর তোমার নামটা অপরিবর্তিত থাক, সহজেই চিনতে পারবো।


#আমার সাথে আপনার দেখা হবে সেটা কী করে ভাবলেন! আর কেনই বা আমি কারো খাঁচার পাখি হতে যাবো?

@সুদর্শনা, আমি স্বপ্ন দেখি আগামী জনমে আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়বো একই বিভাগে,
তুমি আমাকে শোনাবে জীবনানন্দ দাশের কবিতা, আর আমি তোমাকে নিজের লেখা গল্প পড়ে শোনাবো।


#ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার কোনো মূল্য নেই।


@না, না জেগে জেগে স্বপ্ন দেখার কথাই বলছি।
সুদর্শন ও সুদর্শনা-কে এক নামেই চিনবে বিশ্ববিদ্যালয়ে সবাই----  
পেরিস রোড ধরে হাঁটবো স্নিগ্ধ বিকেলে, আমার কাঁধে থাকবে খাদির লম্বা হাতলওলা ব্যাগ, হাতে স্প্যানিশ গিটার, আর তোমার পরনে থাকবে টাঙ্গাইলের সুতি শাড়ি, কপালে চন্দনের টিপ, গলায় ঝিনুকের মালা, হাতে কারুকাজ খচিত কাঠের চুড়ি।


#আমার পরজনমে বিশ্বাস নেই। এ জনমে যার হয় না, তার পরজনমে সবকিছুই ফাঁকা।


@আমি যমদূতকে বলবো, আবার জন্ম হলে তুমি আমাকে বৃন্দাবনে পাঠিও,
ঢাকঢোল পিটিয়ে রাশ করবো দুজনে;  


মিলন সংগীত গাবো তীরে বসে,
ইচ্ছে হলে গা ভাসাবো, সাঁতার কাটবো যমুনার জলে
ঠোঁটে ঠোঁট লাগিয়ে বলবো,-- ভালোবাসি, ভালোবাসি।


#তারপর?


@অনেক মজা করবো দুজনে, তা এখন নাই বা বললাম।


#না, না বলেন শুনি।


@জীবনানন্দ দাশের কবিতা কন্ঠে তুলে বলবো---
আমি যদি হতাম বনহংস
আর বনহংসী হতে যদি তুমি------


তোমার উষ্ণ বুক হতো আমার রাতে ঘুমোনোর মখমল বিছানা  
মুখে মুখ রেখে ঘুমিয়ে পড়তাম, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিদিমাদের মতো বলতে---
ঘুমপাড়ানি মাসিপিসি মোদের বাড়ি এসো।


চুম্বনে চুম্বনে ভরিয়ে তুলতাম তোমাকে, এক ইঞ্চি জমিও অনাবাদী রাখতাম না, গোলাভর্তি ফসল তুলতাম।


#মানুষের সব আশা পূরণ হতে নেই, ভালো থাকবেন।


@প্লিজ প্লিজ আর একটু শুনবে-----


সুবর্ণা, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ আবিষ্কার
যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, তোমার জীবনের শ্রেষ্ঠ সৃষ্টিকর্ম কী?


আমি দ্বিধাহীন চিত্তে বলবো আমার প্রিয় সুবর্ণা
যার মুখদর্শন আমার প্রতিটি স্নিগ্ধ সকাল, যার ভাবনা সারাবেলার কর্ম  
যার স্বপ্নঘোর আমার প্রতিটি দীঘল রাত।


#আচ্ছা, তারপর?


@কেউ যদি এসে বলে, তোমার প্রিয় সঙ্গী কে?
বলবো সুবর্ণা----
আমার জীবনের একমাত্র ছায়াসঙ্গী
যদি সুবর্ণাকে হারাই আমি হারাবো
আমার ওড়বার মুক্ত নীলাকাশ
হারাবো আমার সাঁতার কাটবার নীল জলরাশি
হারাবো পাহাড় চূড়ায় উঠে বিশ্বজয়ের আত্মতৃপ্তি, হারাবো শিল্পীর রংতুলি
হারাবো মাটিতে পা রাখবার একখন্ড ছায়াশিতল জমিন।