নুয়ে পড়েছে মানবতা
সমাজ দেখেছে বর্বরতা,
রাজনীতির ছেঁড়া কাঁথায়,
তব সাহসের সার্থকতা।


জালিমের বিচার হবে-ই হবে,
হায়েনাদের উচিত শিক্ষা হবে।
হার হয়নি তোমার! হেরেছে জাতি,
নতুন করে প্রতিদিন জন্মাবে প্রতিবাদী।


রাতের তমসা তুমি করেছ দূর,
ফিরিয়ে আনতে আলো, হয়েছ নূর।


কবিতাটি ''নুসরাত জাহান রাফি'' কে উৎসর্গ করে লেখা। তার নামের প্রতিটি অক্ষর দিয়ে কবিতাটির এক একটি লাইন রচিত।


প্রকাশ থাকে যে, ''নুসরাত জাহান রাফি'' বাংলাদেশের ফেনী জেলার সোনাগাজীর মাদ্রাসাছাত্রী। সাম্প্রতি অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করায় তাকে পুরিয়ে মারা হয়।