কারো ঈদ।
কারো নিদ্
নেই দুটি আঁখে।


ইচ্ছে বাঁচার
স্বপ্ন দু-চার
নিয়ে চেয়ে থাকে।


নেই আনন্দ
সব-ই মন্দ
লাগে বারে বারে।


দু-এক  পয়সা
হয় যদি সহসা
দিতেম নামে তাঁরে।


দুনিয়া জবর
বে-খবর
লাগে সব বেখাপ্পা।


তুচ্ছ চাষা
পায় আশা
সাত দিন বাদে শুনে ধাপ্পা।


পশু জবাই
করো সবাই
পূণ্য মনে ভাই।


বনি আদম
করে সাধন
তিন দিন আহার নাই!