বর্ষাকালে গাছ লাগালে
গ্রীষ্মকালে ফল কপালে,
পাবে তুমি বেশ।

সুন্দর হবে গ্রাম গঞ্জ
পরিপাটি নানা রঞ্জ,
মধুময় দেশ।


ফলে ফুলে ভরে উঠে
সবুজ শ্যামল বঙ্গ মাঠে,
দেখতে নেই ক্লেশ।

কথা দাও সব লোকে
মিলে মিশে সুখ খুঁজে,
বৃক্ষ রোপণ শেষ।