এক সময়ে সোনার ধানে
ভরে যেত গাঁ
রাত দুপুরে সব বাড়িতে
নবান্ন পিঠা।
হাসি খুশি প্রতিবেশি
চলত শত স্বজন প্রীতি।
লোভ-লালসা হিংসা-দ্বেষ
থাকত না তো এক লেশ।


হঠাৎ যদি ফিরে পেতাম
হেমন্ততে ধন্য হতাম।