শেখর হয়ে আছ, থাকবে চিরদিন,
খচিত তারকা হয়ে জ্বলবে, হবে না মলিন।


মুক্তি হয়েছে তোমার ডাকে,
জিততে শিখেছে তারই ছা'তে।


বুদ্ধি জ্ঞানই যার স্বভাব,
রণ কৌশলের ছিলনা অভাব।


রত্ন হয়ে আছ তুমি কোটি অন্তরে
হক তুমি, তব বাণী পরিণত মন্ত্ররে।


মারতে চেয়েছিল যারা থেকে পিছে,
নরাধম গুলো আজ পূর্ণ মিছে।



কবিতাটি বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু ''শেখ মুজিবুর রহমান'' কে উৎসর্গ করা হল।


কবিতাটি তাঁর ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও বাংলাদেশের জাতীয় শোক দিবস উপলক্ষে ''বাংলা কবিতায়'' কবি-বন্ধু, পাঠকদের জন্য প্রকাশ করা হল।


কবিতাটির বিশেষত্ব হল তাঁর নামের এক একটি অক্ষর দিয়ে এক একটি চরণ রচিত। বামপাশ থেকে একটি করে অক্ষর পড়ে নীচে আসলে হবে ''শেখ মুজিবুর রহমান।


রচনাকাল:- ১৪/০৮/২০১৮
নিজ বাসভবন। পাবনা, বাংলাদেশ।