ফাগুনের পরশে হায়
রসিয়ে ওঠার দায়,
জামিনহীন আসামি  করে
নামিয়ে দিলে শত্রু ধরে।


বিরহের জ্বালায় মরি,
নব প্রেম তরি
তেলেভাজা কয়লা খড়ি।


আশা শেষ, তবু বেশ,
লজ্জায় করি তব প্রাণে  পেশ,
মঞ্জুর কর মোরে একলেশ।