একুশ মানে বাবাকে বাবা বলে ডাকা,
একুশ মানে মায়ের আঁচলে মাথা ঢাকা।
একুশ মানে অ, আ, ক, খ শিখা,
একুশ মানে সবুজ বাংলা নিয়ে স্বপ্ন দেখা।
একুশ মানে মিষ্টি কন্ঠে পাখির গান,
একুশ মানে হেমন্তের সোনালী ধান।
একুশ মানে শিশুর মুখের হাঁসি,
একুশ মানে আমি বাংলাকে ভালো বাসি।
একুশ মানে বুকভরে নির্মল নিঃশ্বাস,
একুশ মানে বেঁচে থাকার বিশ্বাস।
একুশ মানে মাথা উঁচু করা, হার না মানা,
একুশ মানে যুদ্ধ করা, নিজেকে চেনা।
একুশ মানে প্রাণের বিনিময়ে অধিকার,
একুশ মানে গর্ব নয়, অহংকার।