মধুর আমার মায়ের হাসি
চোখে ঝরে রত্ন মানিক
কপাল জুড়ে আকাশ
যেনো মেঘের লুকোচুরি,
মায়ের কোলে সুখের পরশ
স্বর্গের হাতছানি,
মা তোর ঐ আঁচল খানি
মায়ার বাঁধন , জীবন খানি
মা মা মা মা বলে তাই
জড়িয়ে শুধু ধরি,
মায়ের হাতে জাদুর ছোঁয়া
সকাল বিকেল মায়ের কথায়
মন যে জুড়ায় তাই
মায়ের মুখের ডাকে আমার
হৃদয় ভরে যায়,
ওমা ও মা তোমার সোনা
আজ যে সে ও মা,
তবু আমি তোমার কাছে
ছোট্ট সোনা আজ, তোমার
মুখে ঘুম পাড়ানি গান যে
ভুলিনি, তোমার হাতে সোহাগ
মাখা আদর ভুলিনি, তুমি আমার
দিনের আলো তুমি রাতের চাঁদ
তোমায় ছাড়া জীবন আমার
শূন্য নদীর পাড়; তোমার চরণ
মাথায় রাখি , তুমি যে ভগবান
তোমার চোখে বিশ্ব দেখি
তুমি আমার মা......!!