কলমের স্তব্ধতা
আর আমার না বলা কথা,
সময় যখন মিশেছে সমুদ্রে,
চোরা বালির নাম তখনো
স্পষ্ট, একটা দীর্ঘ নাম
অজানা পাথরেও যে নামটা
ফুল ফুটিয়ে ছিলো জন্মের;
তুমি ছুঁয়ে ছিলে , পাথর ভেবে
হৃদয়; অবান্তর সম্পর্কে বেঁধে
তাসের ঘর আজ আকাশ ;
আমি সবুজ ঘাসে এখনো
ছড়ায় বকুল ফুল; যদি তুমি
আসো, ভালোবাসো.....!!