আজ একটা অনুভবের শীত খুঁজছি,
দিন রাত আর সেই শিমুল গাছটা,
সবুজ ঘাসের ওপর কমলা রঙের আস্তরণ,
তার উপর শুয়ে থাকা দুটো চরিত্র,
নীল আকাশের নীচে , অনন্ত উড়ে যাওয়ার রেশ,
দুটো হাত স্পর্শ করে আছে একটা স্বপ্ন,
ঐ আকাশে, ওপারে মেঘেদের ভেলায়
একটা স্বপ্নের ঘর, না না রঙ ছড়িয়ে
ফুল গুলো যেনো ঝরে পড়ছে স্বীকৃতি দিতে,
কত গান, কত কবিতা কত আলোচনা,
তোমার দৃষ্টির গভীরতায় আমার হৃদয় ডুবছে,
হোকনা আজ গান্ধর্ব বিবাহ, দৃষ্টির মিল
হৃদয়ের আবেদন, ঘাসের দোলচাল,
মুখের কথা নয়, মনে হোক সম্মতি ,
এ শীতল বাতাস, উষ্ণ স্রোত আর ফুলের বাসর,
প্রেম, আজ শিরায় উপশিরায়, রক্তের স্রোতে
তোমার চলমান গতির উপলব্ধি , তুমি যে আমার
বলে যাচ্ছে ওরা, জন্ম নয় জন্মান্তর ধরে,
আমার ভালোবাসা ইতিহাস নয়,
বর্তমান, আমি রচিত করতে চাই তোমাকে
অনুভবের প্রেম.....
তুমি আসবে তো।