ডাইরির শেষ চারটে পাতা  এখনও খালি ,
অথচ রাত পোহালে শেষ সূর্যোদয়;
আর হয়তো কোনদিন পরবে না আশার আলো,
দুহাতে রক্তের দাগ এখনো চকচকে;
"ও মেয়ে তোমার ডাক পড়েছে "
দৃষ্টিতে এক উজ্জ্বল জিজ্ঞাসা!
কে,কেনো এসব মাথার উপর ঘুরছে,
দুহাত বাড়িয়ে শৃঙ্খলা পরিধান
গুটিগুটি পায়ে শুধু অনুসরণ করা .....


বন্ধ ঘর, ঘরের মধ্যে একটা চেয়ারে কেউ অপেক্ষা করছে,কে সে
সামনে  আসতেই!
দুটো চেনা মুখের মুখোমুখি;
বন্ধ ঘরে বহুমাইলের  ব্যবধান
ভালোবাসা  !
দৃষ্টি বিনিময়ে চোখ ঝাপসা হয়ে আসে
কেনো  এলে
আমার শেষ চারটে পাতায়
জ্বলছে চিতায় আগুন;
ফিরে যাও, ঠিকানা বদলেছে  অনেকদিন,
অন্ধকারে শুধু ছাই,
হৃদয়ে বরফ চাপা, কাল প্রভাতে শরীর মিশে যাবে
চিরকালের পরিচয়;
আসি;
তোমার গন্তব্য জানা নেই ......
"একবার জড়িয়ে ধরবে না "
ঠাট্টা করছো?
গায়ে  এখনও টাটকা রক্তের দাগ
হাতে হাতকড়া,
ভালো থেকো ভালোবাসা,
সময় তারে দেয়নি কাছে
বেসেছি শুধু ভালো
আবার যদি জন্ম হয়
বাসবো তাকে ভালো ...........।