দিগন্তে  আজ মেঘের ঘটা
ঢাকলো রবি অমানিসা,
ছড়িয়ে গেলো রতন মানিক
গর্ব মোদের সে বাঙালী,
হৃদয় জুড়ে বকুল মালা
তারি চরণ শেখার ভেলা
কাব্য নদী সাগর সনে
মিশবে এখনে, আমার হৃদয়
গভীর রাতে খুঁজবে তাকে যে,
তুমি আমার প্রাণের প্রিয়
লেখার বাসর ঘর, ছোট্ট থেকে
তোমার বুলি আমার খেলা ঘর,
যৌবনের ঐ প্রেম যমুনা তোমার
সুরের নেশা, গল্প পাতায় খুঁজে
দেখা তোমার মহিমা, আজও আমার
হৃদয় জুড়ে তোমার আলাপন
সঞ্চয়িতা গীতাঞ্জলী আমার পুরষ্কার,
তুমি আমার প্রাণের ঠাকুর
হৃদয় পটে আঁকা, নয় তো ছবি
তুমি রবি যেন ধ্রুব তারা
তোমার পায়ে রাখি আমার সকল চাওয়া
পাওয়া, চরণ যেন বটের ছায়া
স্নিগ্ধ স্বপন মায়া, আজ যে তোমার
যাওয়ার বেলায় দুঃখ নেই কো মোটে
তুমি যে আছো সর্ব রূপে সাহিত্য আকাশে..........!!