অনেকদিন ফুরিয়েছে বেলা
নিভেছে প্রদীপ সাঝের তারা,
মেঘ বুকে আজ বাদল ছুটে
বৃষ্টি নামে চোখের ধারা;
কোথায় গেলো প্রাণের পরশ
কোথায় গেলো প্রেম,
কোথায় গেলো রাত্রি কালে
ভালোবাসার টান...
আমার আকাশ জুড়ে আছে
বেহাগ রাগের সুর,
একার ঘরে একার বাসা
মন যে মানে না;
কথায় কথায় হারিয়ে গেছে
সে যে জানে না;
জমছে ধুলো স্মৃতির পাতায়
জীবন ওলোট পালোট,
তুমি আমি বেহিসাবি
প্রেম যমুনার তীর,
রাধাও কাঁদে আমার মতো
শ্যামের দেখা কই......!!