ওহে চঞ্চল
তোমার শরীরে আজ
খেলে যাক বিদ্যুত্,
মত্ত প্রেয়সীর বুকে
উত্তাল ঢেউ, নয়ন যুগল
হতে নেমে আসুক আনন্দ ধারা;
আমি পিপাসিত সবুজ
চাই তৃপ্তি; উষ্ণতার মেল বন্ধনে
ঘেমে উঠুক যৌবন;
মহুয়ার নেশায় ময়ুরের নাচে
সুর উঠুক মেঘ মল্লার,
ঘর্ষণে ঘর্ষণে নব কড়ির আগমনে
নেচে উঠুক বিশ্বচরাচর;
হে প্রেম তুমি আলিঙ্গন বদ্ধ
উন্মাদনায় পৃথিবীর বুকে এনে দাও ভালোবাসা; জন্ম জন্মান্তরে আমি
হয়ে উঠি বৃষ্টির ধারা, স্রোতস্বিনী
মায়াবী পরশ, শরীরের যন্ত্রণা ধুয়ে
হারিয়ে যায় তোমা মাঝে,
বর্ষা; আমার প্রথম প্রেম.......!!