আমার বাগানে হেমন্ত আসেনি
অঝরে ঝরে প্লাবিত নয়ন
শুধু খোঁজে তোমার কন্ঠস্বর,
যদি বলো একবার;
শ্বাস-প্রস্বাসে এক উদ্বেগ ;
অভিমানি রাতে চাঁদ আজ অদৃশ্য
তুমি নেই; কোথাও তুমি নেই
অন্ধকারের এক কোণে বিনিদ্র রাত্রিবাস,
ঝড় উঠেছে আমার শব্দের ভাণ্ডারে
ভাষাহীন ভালোবাসা দুচোখের পাতায়
এনেছে মৃত্যু, এ পরীক্ষার অবসান
নাকি আমার দেহত্যাগ;
ভালো থাকার একটা সুযোগ যদি দিতে;
মন দিয়েছি; দিয়েছি জাগরণ;
তোমার দুহাত ভরে এবার দিতে প্রাণ!
অসমাপ্ত নয় এ প্রেম
অসমাপ্ত ইতিহাসে আমি লিখে দিলাম জীবন
তোমার অপেক্ষায়.....