জন্ম কহে মৃত্যুরে
কি বা ভুল আমার
জন্ম হলেই মৃত্যু
হবে এ কেনো বিধান;
মৃত্যু বলে মৃত্যু আমি
কে বলেছে তোমায়
কর্মে পাও অমরত্ব
দেহের বলিদান,
জন্ম কহে প্রাণহীন
অস্তিত্ব সঙ্কট, মৃত্যু
ভয়ে চলি সদা
এ কি জ্বালাতন;
মৃত্যু কহে সত্য তব
তোমার কথা, রোজ যদি
মরো তবে মরবে ক বার;
শোন ওহে জন্ম তুমি
বর্তমানে বাঁচো,আমি তবু
বেঁচে থাকি ভবিষ্যত্ জানো,
সকলেই বস্ত্র ত্যাগ করি ক্ষনে ক্ষনে
নতুন বস্ত্র আবার পরিধানের তরে,
সেই  মতো আমিও এক বস্ত্ররূপী
কাল, আত্মা তব শরীর আমার
দেহ জড়তা, দেহ রূপী বস্ত্র আত্মা
করে পরিত্যাগ ,অনত্র নতুন বস্ত্র
করে পরিধান, জন্ম মৃত্যু এক
শরীরে দুই অবস্থান......
জন্ম কহে এইবার বুঝিলাম আমি
মৃত্যুতে শূন্য নহে এ জীবনখানি,
বৃত্তের আবর্তনে ঘুরি বারবার
মৃত্যু তাকে আমি বলি শ্যাম সমান.....!!