তোমার পাওয়া প্রথম চিঠি
ভোরের আলোতে
ভালোবাসা শিশির হয়ে
সবুজ বুকেতে, সূর্য যখন
অলঙ্কারে ভরিয়ে ছিলো তনু
তখন আমি আলতা পায়ে
হয়েছি রাঙা বধূ,
লাল টুকটুক বেনারসি
ঠোঁটে আঁকা গোলাপ
কাজল নয়ন দৃষ্টিতে আজ
তোমার ছবি আঁকা,
আলতো হাতে চুড়ির আওয়াজ
নুপূরে সুর তোলা
বেলী জুঁই খোঁপায় বাঁধা
স্নিগ্ধ হাসির খেলা,
সকাল বেলার আবির রঙে
সোহাগ মাখা স্পর্শ আনে
মন ভিজিয়ে তোমার চিঠি
পরশ দেয় প্রাণে,
আমায় করে নেও গো তুমি
এখনই এইখানে,
যদি বলো পাখির সুরে
গান গাইতে এই সকালে
তোমায় তখন আলিঙ্গনে
বাঁধবো বাহুডোরে,
তুমি আমি এই সকালে
শিশির ভেজা ঘাসের কোলে
ভালোবাসার ইতিহাস করবো রচনা,
আমায় এবার নিজের করে
লুকিয়ে রেখো হৃদয় তলে
শিশির ভেজা এই সকালে
আমি হবো সাথী, সাক্ষী দেবে
ভোরের আকাশ রঙিন প্রজাপতি......!!