সময় কোথায় সময় করে আসার
চাঁদ ডুবেছে, নিশিগন্ধার চারিপাশে
নেমেছে অন্ধকার; মেঘে ঢাকা আকাশে
বিজলির চমক যেনো জোনাকির
সাথে তালমিলিয়ে আলোকিত করছে
নিশিগন্ধাকে; শরীর মন বহন করে
চলেছে শীতল বাতাস;
বোধহয় বৃষ্টি আসছে, অথবা হৃদয় ভাঙা
চোখের জল উষ্ণ পৃথিবীর বুকে
শস্য ফলাতে আজ ব্যাকুল!
নিশিগন্ধার হুঁশ নেই, এলোমেলো চুল
চোখের ওপর খুঁজে চলেছে চেনা আঙুলের স্পর্শ; ঐ বুঝি সে এলো
বৃষ্টিতে ভেজা হয়নি দীর্ঘকাল, শিরা উপশিরায় রক্তের ফুটন্ত আওয়াজ
ঝিঁ ঝিঁ পোকাদের আওয়াজকে হার মানাচ্ছে;
রাত বাড়ছে, বৃষ্টি বাড়ছে
একটা চেনা মেঠো গন্ধে ব্যাঙেদের প্রজনন;
নিশিগন্ধা দু হাত মেলে বৃষ্টিকে নিয়েছে বুকে; সমস্ত শরীর তার সিক্ত
চুলের ডগায় কালবৈশাখির দাপট নাভিপদ্মে
ঠোঁটে তার হারিয়ে যাওয়ার রহস্য,
নিশিগন্ধা আজ উন্মুক্ত ঝড়,
সে আসবে বলে
দু দণ্ড শান্তি;
যদি সময় হয়.........!!