একগুচ্ছ ব্যাকটেরিয়া ঘরময়,
আলো আঁধারির ফাঁক ফোকর দিয়ে
উঁকি দিয়েছিলে একচিলতে তুমি,
অন্ধকারের মধ্যেও ছুঁয়ে ছিলো হাত
একটা শক্ত হাত, ভোরের আকাশ
নতুন সূর্য সমারহ, কাশ ফুলের গন্ধ,
মনের অতলে একটা রেওয়াজী আমেজ
বলেছিল ঘুম ভেঙে চোখ মেলে চাও,
তুমি তো পরাশ্রয়ী নও, তুমি জাগরণ
দেখো পাখিরা সব অপেক্ষায় , তোমার
শব্দের দোর উন্মুক্ত করো, আবারও
আমি যে স্বয়ংবর সাজিয়ে বসে আছি,
প্রকৃতির মাঝে তোমার পরিচয় অজেয়,
এসো আবার রঙ  ছড়িয়ে স্বপন ভরিয়ে
উপহার দাও ভালোবাসা,
এই তো তোমার পরিচিত মুখ,
নিরঝরা........!!