বেঁচে থাকার নেশায়
মৃত্যুকে বরণ করেছি বারবার,
নিজেকে নিজের মধ্যে হারিয়ে
এনেছি অন্ধকার;
কাঁটা তারের বেড়া টপকে চেয়েছি মুক্তি,
বুঝিনি কাটার ক্ষত শরীরে এনেদেবে কলঙ্ক,
গোধূলির শেষে সূর্যাস্ত
ঠিক যেমন ঢেকে দেয় পৃথিবীকে,
আমিও ঢেকে ফেলেছি নিজেকে
রক্ত মাংসের মানুষ
পারে না কোনদিনও ভগবান হতে...!!