সাগরের গভীরতা থেকেও
গভীর তোমার ঐ দুটি চোখ
যেন সন্ধান দেয় অমৃতের।
দীপ্ত, ভালোবাসার
সতস্ফূর্ত  অঙ্গিকার ,
সময়তে আবার শান্ত
যেন কোন মায়ার খেলায়
মেতে আছে, নির্বিকার।
কখনও ভরা বর্ষা,
কখনও তীব্র আর্তনাদ
রক্তবর্ন করে তোমার চোখ দুটিকে।
কখনও উদাস, কখনো মোহ
কখনো বা পিপাসিত
কামুক, কখনো একাকিত্ব।
এ যেন সবই আমার পাওনা
তাইতো ডুবে যায় আমি
তোমার চোখের গভীরতায়
খুঁজে বেড়ায় সেই মানুষটাকে
যে শুধু ভালোবাসে আমাকে
শুধুই আমাকে।
জানি ঐ চোখ কথা বলে
কথা শোনে নিবিড়ে
আশা যত ভরে সে তো
কোমল নয়নে।



চোখ সেই তো মনের আয়না
যে আয়নায় দেখতে পাই
শুধুই আমার প্রতিচ্ছবি।
তোমার চোখের গভীরতায়
ডুব দিয়েছি আমি।