চলেছি অসীমের পথে
সবকিছু ফেলে,
সীমাহীন শান্তির খোঁজে ,
সব মায়া ত্যাগ করে।
নেই কিছু এ সংসারে,
পার্থিব সুখ সবই
দিয়ে বিসর্জন ,
চলেছি অমৃতের সন্ধানে॥
যা কিছু ছিলো আমার
নই সে তো আমার
ধরা ধামে এসেছিলেম খালি হাতে ॥
আজ তাই সব ফেলে
ফিরছি শূন্য হাতে
যে পথে এসেছি একদিন।
শূন্য হতে সৃষ্টি  মম
শূন্যতেই বিলীন হব,
জন্ম হবে আবার
নতুন করে।
শুধু আছে যাওয়া আসা
জীবন চক্রে বাঁধা
সৃষ্টির এটাই নিয়ম।
আজ তাই শেষ যাত্রায়
বলছি কেঁদোনা তুমি
ফিরতে হবে আবার আমায় ॥